জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি প্রতিবন্ধী শাহিন মিয়ার পরিবারের মাঝে অটোরিকশা কিনে তার হাতে চাবি তুলে দেন।
আজ (৩০) জুলাই বুধবার  দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের সামনে অটোরিকশা চাবি শাহিন মিয়াকে হস্তান্তর করেন ইউএনও এবং বলেন শাহিন মিয়া শরিফপুর ইউনিয়নের বেপাড়ী পাড়া গ্রামের কৃতি সন্তান সে জন্মগতভাবে প্রতিবন্ধী তার বাড়ি ঘর নেই অন্যের বাড়িতে বাসা ভাড়া থাকে তার মা কয়েক বছর আগে মারা গেছে।
তার বাবা ও তার সৎ মা ভাই বোন কে নিয়ে অন্যের বাড়িতে বাসা ভাড়া থাকে।
শাহিন মিয়া বিবাহিত তার ঘরে একটি কন্যা সন্তান রয়েছে  সে যেন দু বেলা দু মোঠ ইনকাম করে খেতে পাড়ে এবং সে যেন সমাজের বোঝা হয়ে না থাকে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ৭০ হাজার টাকা দিয়ে ও শাহিন মিয়া ৫০ হাজার টাকা দিয়েছে এবং ২০ হাজার টাকা বাকি  রেখে মোট ১ লক্ষ্য ৪০ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনে দেওয়া হয়েছে বাকি ২০ হাজার টাকা শাহিন গাড়ি চালিয়ে প্রতিশোধ করবে।
এ সময় আরো উপস্থিতি  ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  তানভীর হায়দারজামালপুর সদর উপজেলা সমাজসেবার অফিসার মোঃ শাহাদাৎ হোসেনউন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলমএসপিকে এর নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক প্রমুখ