ময়মনসিংহের ত্রিশালে  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উক্ত বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব ঢেউটিন ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহিদ উল্লাহ,প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম সহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন  সংগঠনের নেতৃবৃন্দসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ৩০বান্ডেল ঢেউটিন এবং প্রতি বান্ডিল ঢেউটিন এর সাথে  ৩ হাজার টাকার নগদ চেক সর্বমোট ৯০,০০০ ( নব্বই হাজার) টাকার চেক প্রদান করা হয়।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদ উল্লাহ  জানান, আমরা ত্রিশাল উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকার মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।  ত্রিশাল উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে; যাচাই–বাছাই করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।