১৭ মার্চ, সোমবার সন্ধ্যায় হোটেল স্টার কাবাব, জনসন রোড, ঢাকায় পটুয়াখালী জেলা আইনজীবী কল্যাণ সমিতির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 ইফতার উদযাপন কমিটির আহবায়ক,  অ্যাড. মো. হাবিবুর রহমান (হিরু) এঁর সভাপতিত্বে এবং সদস্য সচিব, অ্যাড. মোঃ জাহাঙ্গীর হোসেন সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. সৈয়দ মাহবুব হোসেন,  এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. আব্দুর রাজ্জাক,  অ্যাডভেকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সহ-সভাপতি, ঢাকা আইনজীবী সমিতি, অ্যাড. মোঃ আব্দুস ছালাম খান, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি, ঢাকায়স্থ পটুয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি ,অ্যাড. আমিরুল ইসলাম পলাশ, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সাধারণ সম্পাদক, ঢাকায়স্থ পটুয়াখালী আইনজীবী কল্যাণ সমিতি প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড.সৈয়দ মাহবুব হোসেন বলেন, এই সমিতি সকল আইনজীবীর কল্যাণে পাশে থাকবে এবং বরিশালের যেসকল আইজীবী হজ্বে যাবে তাদেরকে নাম ও ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়ার অনুরোধ করা হয়। তাদেরকে হজ্ব উপকরন সহ সংবর্ধনা দেওয়া হবে বলে জানান।