ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহা সড়ক ব্লকেট করে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ এতে মহা সড়ক প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদ।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কালামপুর বাসস্ট্যান্ডে ধামরাই উপজেলা গনঅধিকার পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল করা হয়। মহা সড়ক অবরোধের কারনে দীর্ঘ সময় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিল শেষে ঢাকা জেলা উত্তর এর গণঅধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা উত্তর যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক আরিফ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন,ধামরাই উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক হাবিবুর রহমান,ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ রুহুল আমীন,ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি নিবন্ধন বাতিলসহ ভিপি নুরের উপর হামলা কারীদের ২৪ ঘন্টার মধ্য আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন। যদি শাস্তির আওতায় না আনা হয় তবে তারা আরো কঠোর আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন।