কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) বালিকা ২০২৪ উদ্বোধন।
সোমবার (৮ জুলাই) বিকাল ৪টায় তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন এর সভাপতিত্বে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৪, বালক (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করেন৷ উপজেলা পর্যায়ে ৭টি টীমের মধ্যে ধলা একাদশ বনাম রাউতি একাদশ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে৷
এসময় আল মামুন বলেন, যুব সমাজকে মাদক সন্ত্রাস নৈরাজ্য অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ গ্রহণ করেছে তা আমরা সর্বাগ্যে সমর্থন ও বাস্তবায়ন করব, এর জন্য যুব সমাজ ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত, তাড়াইল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদির, দামিহা ইউপি চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, দিগদাইর ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভুঁইয়া আসাদ, ধলা ইউপি চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন৷