ময়মনসিংহ-হালুয়াঘাট-নেত্রকোনা সড়কে ট্রাকসহ পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ধাওয়া করে আন্ত:জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে তারাকান্দা থানা পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে তারাকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তারত আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা হলেন,শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কবিরাজ পাড়ার মৃত ওফাত উল্লাহর ছেলে মো. জবেদ আলী (৫২),নীলফামারী জেলার ডোমরা থানার হলহলিয়া গ্রামের শফিউর রহমানের ছেলে মো. আশরাফ আলী(৪২)।
পুলিশ দুইজনকে গ্রেফতার করতে পারলেও বাকি সদস্যরা পালিয়ে যায়।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান, ময়মনসিংহ হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে মধুপুর নামক স্হানে ডিউটি করার সময়
গোপন সংবাদের ভিত্তিতে একটি সংঘবদ্ধ ডাকাত দল
গোপালপুর খামার বাজার এলাকায় ট্রাকসহ অবস্থান করছে।
পরবর্তীতে টহল পুলিশ এসআই মো:আলালউদ্দিন এর তৎপরতায় দীর্ঘ সময় অতিবাহিত করে ট্রাকটি দাওয়া করে নেত্রকোনা টহল পুলিশএবং জনতার বাঁধায় কামারিয়া সাধুপাড়া এলাকায় ট্রাকটি একটি ডোবায় নামিয়ে দেয় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করে।
তারাকান্দা থানায় বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও আন্ত:জেলা ডাকাত চক্রের চারটি মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।