ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কুস্তি খেলা ও হাড়িঁ ভাঙ্গা খেলার আয়োজন করা হয়। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,ময়মনসিংহ উত্তর জেলা মৎস্য জীবীদলের সভাপতি হযরত আহম্মেদ সাকিব,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
অপরদিকে বিকালে কাকনী ইউনিয়নে তেয়রকান্দি স্কুল মাঠে কুস্তি খেলা অনুষ্ঠিত হয়। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার।
তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজেদুল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাাজি আব্দুল বাতেন,শামিম তালুকদার,সদস্য আবু হানিফ, কাকনী মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, তারাকান্দা উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক এ এইচ এম জুয়েল ও জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।