"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার তরুণদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে।

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার তরুণদের নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে তরুণদের উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুরে জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস  ব্রিফিং এর মাধ্যমে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন তিনি। জেলা প্রশাসক জানান, তারুণ্যের উৎসব আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ক্যাম্পেইন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবীদের নিয়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে ক্রিকেট, ভলিবল কাবাডিসহ বিভিন্ন ধরনের খেলাধুলা সপ্তাহব্যাপী মেলা, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মাসব্যাপি এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সবাইকে অংশগ্রহণ সহ সফল ও সার্থক করে তোলার আহ্বান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঁইয়া  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীসহ আরো অনেকে।