ঘন্টার পর ঘন্টা মানুষ কে তীব্র যানজটে আটকে থাকতে দেখা যায়। বিশেষ করে কান্দিরপাড় টমছমব্রীজ সালাহউদ্দিন মোড় শাসনগাছা ঝাউতলা চকবাজার রাজগঞ্জ সহ নগরীর বিভিন্ন পয়েন্টে এ যানজট লক্ষ্য করা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মজীবি লোকজন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার শ্রমজীবি দিনমজুর মানুষ এতে বেশি অসুবিধায় পড়ে। দিন দিন নগরীতে মিশুক অটোরিকশা ও মানুষের চাপ বৃদ্ধি পাওয়া এবং বর্তমান ট্রাফিক অব্যবস্থাপনা কে যানজটের অন্যতম প্রধান কারণ মনে করছেন সাধারণ মানুষ।

গতকাল ২২, ই সেপ্টেম্বর রবিবার কুমিল্লা মহানগরীতে সারাদিন অসহনীয় যানজটে বিপর্যস্ত ছিল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। একদিকে রোদের তাপ আর অন্যদিকে যানবাহনের চাপ, দুই মিলে সারাদিন নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়।

ঘন্টার পর ঘন্টা মানুষ কে তীব্র যানজটে আটকে থাকতে দেখা যায়। বিশেষ করে কান্দিরপাড় টমছমব্রীজ সালাহউদ্দিন মোড় শাসনগাছা ঝাউতলা চকবাজার রাজগঞ্জ সহ নগরীর বিভিন্ন পয়েন্টে এ যানজট লক্ষ্য করা গেছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মজীবি লোকজন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার শ্রমজীবি দিনমজুর মানুষ এতে বেশি অসুবিধায় পড়ে। দিন দিন নগরীতে মিশুক অটোরিকশা ও মানুষের চাপ বৃদ্ধি পাওয়া এবং বর্তমান ট্রাফিক অব্যবস্থাপনা কে যানজটের অন্যতম প্রধান কারণ মনে করছেন সাধারণ মানুষ।