গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার রেশ ক্রমেই যেন অগ্নি মূর্তি ধারণ করছে আজ প্রতিবাদে ফুসে উঠেছে গাজীপুরের সমস্ত সাংবাদিক গাজীপুরের মেট্রো থানা কোনাবাড়ী থেকে সাংবাদিকরা জড়ো হয় চান্তনা চৌরাস্তা সাংবাদিক তুহিনের মৃত্যুর স্পটে কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ সালাউদ্দিনের নেতৃত্বে মানববন্ধন টি রূপ নেয় একটি শোকে সমস্ত সাংবাদিকের জ্বালাময়ী বক্তব্যে চান্দনা চৌরাস্তা প্রতিবাদ মুখরিত হয়ে ওঠে!!  টেলিভিশন সাংবাদিকসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা যোগ দেয় মানববন্ধনে সবার একটাই দাবি তুহিন হত্যার বিচার চাই আর যেন কোন তুহিন এভাবে মৃত্যুবরণ না করে এটাই সকলের প্রাণের দাবি আর কোন মায়ের কোল যেন খালি না হয় আর কোন স্ত্রী যেন বিধবা না হয় আর কোন সন্তান যেন না হয় পিতাহারা সমস্ত সাংবাদিকরা বর্তমান সরকারের কাছে এটাই দাবি জানায় এক পর্যায়ে পুলিশ বক্সের পুলিশরা এসে সাংবাদিকদের পাশে দাঁড়ায় কারণ সাংবাদিক পুলিশ একই সুতোয় গাথা সবার  মুহু মুহু   স্লোগানে মুখরীতি হয় চান্দনা চৌরাস্তা প্রত্যেকটা সাংবাদিকের চোখে ছিল কষ্টের ছাপ তুহিনের মতো  আমাদেরকে যেন মরতে না হয় আমরা তো সত্যের পথে চলি আমরা জাতির বিবেক কে জাগ্রত করি কেন আমাদেরকে এভাবে মরতে হবে