প্রতিদিন সকাল বিকেল সিএনজি ভর্তি করতে আসা অসংখ্য যানবাহন রাস্তা দক্ষিন পাশে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে।
ব্যবসায়ীরা জানান, একটার পর একটা সিএনজি সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা দোকানে ক্রেতারা ঢুকতে পারেন না। এতে তাদের ব্যবসা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে, মহা সড়কে এক পাশ সিএনজিতে ভরে থাকায় হাইওয়ে কার্যত সিঙ্গেল লেনে পরিণত হয়।এর ফলে নিয়মিত
যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছেন।পথচারীরা বাধ্য হয় ঝুঁকিপূর্ণ চলাচল করতে দুর্ঘটনার শিকার হচ্ছেন। স্হানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সিএনজি ফিলিং স্টেশনের মালিক প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাননা। ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের দাবী, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এবং তাদের দাবি জানিয়েছেন অবিলম্বে এ স্থান থেকে সিএনজি ফিলিং স্টেশন সরিয়ে নেওয়া হোক।