রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সম্মেলনে তারা এ কর্মসূচির ঘোষনা দেন। এসময় তারা অনশন করার প্রস্তুতির কথাও জানান।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরে সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ ও গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর।
এ সময় ইসলামী ছাত্র শিবিরে সভাপতি আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে তার বক্তব্যে বলেন, "ইউজিসি, মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। তারা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ করার চেষ্টা করেনি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করে আসছি। যেহেতু তারা শুনছে না এক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। আমরা রাজপথে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।"
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় এর সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, কতৃপক্ষ আমাদের আন্দোলনে কর্ণপাত করেনি। তারা হয়তো মনে করেছি আমরা থেমে যাবো। কিন্তু এই তিন দফা দাবি আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দিবো৷
এ সময় তিনি দাবির বিষয়ে আরো বলেন, তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির সকল কাজ শেষ করতে হবে। জমি অধিগ্রহণ করা হয়নি। খুব স্বল্প সময়ের মধ্যে ১৫০ একর জমি বুঝিয়ে দিবে। পরিবহন সংস্কার নিয়ে আমাদের রোডম্যাপ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এ দাবিগুলো মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবে।
উল্লেখ্য, গত প্রায় একমাস যাবৎ অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।