রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়ার পক্ষ থেকে নির্মিত তোরণ ভেঙ্গে দিয়েছে দুবৃত্তরা।

শনিবার (৩০ আগষ্ট) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়ার পক্ষে নির্মাণ করা হয় তোরণ। ওই তোরণে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছবি ছিল। গভীর রাতে দুবৃত্তরা এসব ছবি ছিড়ে ফেলাসহ তোরণ ভেঙ্গে নষ্ট করেছে।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া বলেন, নির্মিত তোরণ ও ফেষ্টুন ছিড়ে ফেলা অপরাজনীতি। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে অপরাজনীতি করা ঠিক নয়। তোরণ নষ্ট করে জনপ্রিয়তাকে মুছে ফেলা যায় না। এ ন্যাক্কার জনক কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘৃনিত কাজের সাথে জড়িতদের চিহিৃত করে বিচার দাবী করছি।