সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট চুরির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় দিল্লি পুলিশ।
পরে সংসদ সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র স্লোগান দিতে শুরু করেন। এসময় রাহুল গান্ধী, ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের জ্যেষ্ঠ কয়েকজন এমপিকে আটক করে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যায়, রাস্তায় রাজনীতিবিদ ও বিপুলসংখ্যক দলীয় কর্মীর ভিড়। কেউ রাস্তায় বসে আছেন, কেউ পতাকা ও ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। অনেকে পুলিশ ও তাদের ব্যারিকেডের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন।
আটকের পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আসলে আমরা কথা বলতে পারি না, এটাই সত্য। এই লড়াই রাজনৈতিক নয়। এটি সংবিধান বাঁচানোর লড়াই। এটি এক ব্যক্তি এক ভোটের লড়াই। তাই আমরা একটি পরিষ্কার ভোটার তালিকা চাই।
যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত সংসদ সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কতজনকে আটক করা হয়েছে সংখ্যা জানাননি তিনি।
সাংবাদিকদের তিনি বলেন, ‘আটক বিরোধী জোটের নেতাদের কাছের একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিরোধীদের এই বিক্ষোভের জন্য পুলিশের অনুমতি ছিল না।