খুলনার খানজাহান আলী (রূপসা) সেতুর নিচ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২নং পিলারের বেজমেন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নৌবাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাব-৬ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওয়াহেদ-উজ-জামান বুলু নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন ইব্রাহিম মিয়া রোডের বাসিন্দা মো. আকবর আলীর ছেলে। খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য ওয়াহেদ-উজ-জামান বুলু সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি লবণচরা থানার ওসি মো. তৌহিদুজ্জামান নিশ্চিত করেছেন। 

বুলুর পরিচয় নিশ্চিত করতে নৌপুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে এসআই আহমেদ বেল্লাল বলেন, নিহতের পকেটে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা ছিল ওয়াহেদ-উজ-জামান বুলু।