ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতাদের মতে, ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর সিভিল লাইন্স এলাকার সরকারি বাসভবনে। সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তের নাম সাকারিয়া রাজেশভাই খিমজিভাই, যিনি গুজরাটের রাজকোট থেকে এসেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত কিছু নথি নিয়ে ঘটনাস্থলে এসে প্রথমে রেখা গুপ্তার কাছে যান এবং তারপর আচমকাই তার উপর হামলা চালান।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষমতাসীন বিজেপি একে “প্রতিপক্ষদের ষড়যন্ত্র” বলে দাবি করেছে। অপরদিকে, বিরোধী আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেস ঘটনাটির তীব্র নিন্দা করেছে এবং বলেছে, গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই।
সূত্র: এনডিটিভি