"খুন-ধর্ষন নিপীড়ন, রুখে দাড়াও জনগন" এই শ্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কুষ্টিয়ায় । বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আলেম উলামা ও জাতীয় মানবাধিকার পরিষদকুষ্টিয়া জেলা শাখা ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান আ স ম মোস্তফা কামাল, মাজালিসুল মুফাসসিরীন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ম মাওলানা ইব্রাহীম খলীল মুজাহিদ, মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা আলী হোসাইন ফারুকী, সেক্রেটারি মাওলানা ফারুক আযম জিহাদী, উলামা বিভাগের নেতা মাওলানা নজিবুর রহমান, মাওলানা আবুল হাশেম, মাওলানা আনোয়ারুল ইসলাম, জাতীয় তৃনমুলের সহসভাপতি মোজাম্মেল হোসেন মোনো, সমাজসেবক রুহুল আমিন, সাংবাদিক নুরুল কাদের, মাওলানা সাব্বির আহমেদ, সাংবাদিক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।