ঢাকার ধামরাইয়ে ৫ মাস আগে ডিভোর্স দেওয়া স্ত্রী কে তার ঘরে ঢুকে খুন করে বিষপানে আত্মাহত্যা করেছেন স্বামী।


আজ বুধবার(২০/০৮/২৫) ইং সকাল ৭টা দিকে উপজেলার কালামপুর গ্রামে বাসস্ট্যান্ডের পাশে আনছের আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ সময় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেযে নিহতের রুম থেকে অচেতন অবস্থায় হত্যাকারী স্বামী কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘষোনা করেন।

হত্যাকারী স্বামীর নাম বদির শেখ সে একই উপজেলা সুতিপাড়া ইউনিয়নের বাথুলী গ্রামের ইনসান আলীর ছেলে।

নিহত স্ত্রীর নাম পিংকি আক্তার (২৫) সে একই ইউনিয়নের কালামপুর গ্রামের আনছের আলীর মেয়ে।

ঘটনাস্থলে গেলে পিংকির বাবা জানান আমার পাশের রুমেই মেয়ে থাকে, এখন থেকে প্রায় ৫ মাস আগে মেয়ের ডিভোর্স হয়েছে, তার একটি ৩ বছরে পুত্র সন্তান রয়েছে, বদির মাঝেমধ্যে বাচ্চা দেখতে আসে, এ সময় ওদের মধ্যে কথা কাটাকাটিও হয়, কিন্তু আজকে বদির মেয়ের রুমে কখন ঢুকছে জানিনা, সকাল সাতটার দিকে রুম থেকে রক্ত দরজার নিচে দেখে দরজা ভেঙ্গে ভিতরে যেযে দেখি পিংকির নিথর দেহ পরে আছে, ঘর এলোমেলো বদির অচেতন অবস্থায় খাটের উপর পরে আছে, বদিরের শরীরে বিষের ঘন্ধ।

এ বিষয়ে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এস আই এনামুল হক জানান সকালে ডিউটি নেওয়ার পর খবর পাই কালামপুরে স্ত্রী কে হত্যা করেছে স্বামী তখন দ্রুত ঘটনাস্থলে আসি, এসে দেখি ফ্লোরে মরদেহ পরে আছে আর খাটের উপর অচেতন অবস্থায় স্বামীকে পাই, এ সময় তার মুখে বিষের গন্ধ ছিলো পরে তাকে দ্রুত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠাই, সেখানে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘষোনা করে।

নিহত স্ত্রীর নাম পিংকি আক্তার (২৫) পিতা মোঃ আনছের আলী সাং কালামপুর, স্বামী বদির শেখ পিতা ইনসান আলী সাং বাথুলী তাদের গত ২৪/০৮/২৫ তারিখে ডিভোর্স হয়েছে, ধারনা করা হচ্ছে এটা তার পুর্ব পরিকল্পিত ঘটনা।