বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা বিউটি পারভীন। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব মিতা উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কামরুল ইসলাম গোরা, সভাপতি বিএনপি ফকিরহাট উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান
শরিফুল কালাম কারিম, সাধারণ সম্পাদক বিএনপি ফকিরহাট উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান
ফকির শহিদুল আলম, সাবেক আহ্বায়ক বিএনপি ফকিরহাট উপজেলা শাখা
সভাপতিত্ব ও সঞ্চালনা
সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান।
আয়োজকরা জানান, ফকিরহাট উপজেলার সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।