আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৯টি আসন পুনর্বিন্যাস করেছে নির্বাচন কমিশন।

এতে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করায় মেঘনা উপজেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ উৎসব করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান তিনটি গরু জবাই করে তার নিজ গ্রাম বড়কান্দায় পাঁচ হাজার লোকের ভূরিভোজের আয়োজন করেন।

ভূরিভোজ শেষে মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভূরিভোজের আয়োজক মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাবেক ভাইরাস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক দিলারা শিরিন, মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া প্রমুখ। 

অনুষ্ঠানের আয়োজক মিজানুর রহমান বলেন, আমরা দীর্ঘ সময় দাউদকান্দির সঙ্গে ছিলাম, ফ্যাসিস্ট হাসিনা ২৪ সালে আমি-ডামি নির্বাচনে আমাদের মেঘনা উপজেলাকে হোমনার সঙ্গে অন্তর্ভুক্ত করে।  আজ স্বাধীন নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করে দাউদকান্দির সঙ্গে মেঘনা উপজেলাকে দাউদকান্দির সঙ্গে  অন্তর্ভুক্ত করে কুমিল্লা-১ নির্বাচনী আসন চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই খুশিতে আমি মেঘনাবাসীর জন্য আনন্দ উৎসবের আয়োজন করেছি।