ঢাকার ধামরাইয়ে বদর দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুল্লা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কেলিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে বিকাল ৫টা সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুল্লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ মাসুদুর রহমানের সভাপিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-২০ সংসদ সদস্য প্রার্থী, ঢাকা জেলার নায়েবে আমীর আলহাজ্ব কাজী মাওলানা মোঃ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল হালিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামরাই থানা,জনাব মোঃ সেলিম মিয়া, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামরাই থানা, জনাব মোঃ জহিরুল ইসলাম, শূরা কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামারাই থানা,
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাজি মোঃ ইউনুস আলী সভাপতি কেলিয়া যুব ইউনিট। আলোচনা শেষে ইফতার মাহফিলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।