ফরিদপুরের সদরপুরে ১৭ মার্চ সোমবার রাত ১০ টার সময়ে নিজের ভিটার জন্য ক্রয় করা মাটি ট্রাকে করে দিতেছিলেন। তখন  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু  বেপারীর ডাঙ্গী গ্রামে। 

জানা গেছে, উপজেলার আদু বেপারী ডাঙ্গী গ্রামের বাচ্চু বেপারী তার ভিটা ভরাট করার জন্য মাটি প্রয়োজন হলে  ঢেউখালী ইউনিয়নের পিয়ারখালীর আকবর আলী খানের পুত্র বালু ব্যবসায়ী রিংকু খানকে বলাতে রিংকু দিনে বালু দিতে পারবেনা, দিতে পারবে শুধু রাতে। সে বালু রাতে দিতে গিয়ে ড্রাইভার রাতে চোখে না দেখে বাচ্চু বেপারীর স্ত্রী রোজিনা বেগম(৩৫) ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান। ড্রাইভার পালিয়ে যান সাথে সাথে  ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।  

 নিহতের স্বামী বাচ্চু বেপারী জানায়, রাতে বালু মাটি কোথায় কি ভাবে ফেলবে দেখতে আমি ও আমার স্ত্রী দেখতে বাড়ীর পিছনে যাই। তখন দ্রুতগতিতে ড্রাইভার ট্রাক নিয়ে তাড়াহুড়া করে বালু মাটি ফেলাতে আমার স্ত্রী পিছনে ভালো ভাবে ফেলতে বলে। তখন ড্রাইভার দ্রুতগতিতে ট্রাক পিছনের দিকে নিয়ে আমার স্ত্রীকে পিষ্ট করে মেরে ফেলে। আমি চিৎকার করে আগিয়ে আসিয়া দেখি আমার স্ত্রী পিষ্ট হয়ে মারা গেছে।  ড্রাইভার সাথে সাথে পালিয়ে গেছে।এই ব্যাপারে   নিহত স্বামী বাদী হয়ে সদরপুর থানায় একটি হত্যা  মামলা দায়ের করেন । আসামিরা হচ্ছেন ১।সোহেল মাতুব্বর( ২৫) পিতা:নুর মাতব্বর ২।হায়দার বেপারী (৩৭)পিতা:শামসুল হক মাস্টার ৩।রিঙ্কু খান(৩৫) পিতা:আকবার খান ৪।শহিদ খান (৩৫)পিতা দুলাল খাঁ ৫।মোশারফ সিকদার (৪০)পিতা হাসেম সিকদার। 


এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মোতালেব হোসেন জানান, অবৈধ  বালুবাহী ট্রাকে পিষ্ট হয়ে মারা গেছে। বালুর উপরে পিষ্ট অবস্থায় তার লাশ পরে ছিলো।  লাশ ও অবৈধ বালু বহনকারী ট্রাক থানা হেফাজতে আনা হয়েছে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।