বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযান চালানোর সময় চিহ্নিত মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ড্রাম, পাতিল, প্লাস্টিকের পাত্র, রাসায়নিক দ্রব্য, চুলা ও খালি বোতল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ও উপকরণ জনসমক্ষে ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদের ব্যবসা রমরমা হয়ে ওঠে। এ বিষয়ে থানায় অভিযোগ করার পরই পুলিশ এ অভিযান পরিচালনা করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন বলেন, “সম্প্রতি এই এলাকায় মদ তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়েছে। এ পল্লিকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মাহবুবুজ্জামান সেতু
তারিখঃ ০৪/০৯/২০২৫ ইং
মোবাইল নং ০১৭১০-১৩৭৭৮২
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার লিটার চোলাইমদ উদ্ধার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষি পল্লিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই হাজার লিটার চোলাইমদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযান চালানোর সময় চিহ্নিত মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ডলি ঋষি, অখিল ঋষিসহ কয়েকটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ ড্রাম, পাতিল, প্লাস্টিকের পাত্র, রাসায়নিক দ্রব্য, চুলা ও খালি বোতল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দকৃত মাদক ও উপকরণ জনসমক্ষে ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভারশোঁ ঋষি পল্লিতে চোলাইমদের ব্যবসা রমরমা হয়ে ওঠে। এ বিষয়ে থানায় অভিযোগ করার পরই পুলিশ এ অভিযান পরিচালনা করে।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন বলেন, “সম্প্রতি এই এলাকায় মদ তৈরির প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।”
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হয়েছে। এ পল্লিকে মাদকমুক্ত করতে মাদকবিরোধী কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।