কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে আসন্ন খাদ্য সংকট ও মানবিক বিপর্যয় মোকাবেলায় আসিয়ানভুক্ত দেশগুলোর জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (APHR)।


অনুষ্ঠানটি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (DRU) অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকারের আতিথেয়তা ও সহায়তা সত্ত্বেও বিপুল চ্যালেঞ্জের মুখে রোহিঙ্গাদের জীবনযাত্রা ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে। এ সময় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করে সংকট সমাধানে টেকসই পদক্ষেপের সুপারিশ তুলে ধরে।

APHR মনে করে, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, বরং আসিয়ান অঞ্চলের সমস্যা। সংগঠনটি সতর্ক করেছে, সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা না হলে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালানসহ নতুন নতুন হুমকি দেখা দেবে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে বিপর্যস্ত করবে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) আগেই সতর্ক করেছে, প্রয়োজনীয় অর্থ সহায়তা না মিললে ২০২৫ সালের নভেম্বরের পর শরণার্থী শিবিরে খাদ্য রেশন বন্ধ হয়ে যাবে। এ অবস্থায় APHR দ্রুত একটি আসিয়ান মানবিক তহবিল গঠনের দাবি জানিয়েছে, যাতে জীবনরক্ষাকারী সহায়তা নিশ্চিত করা যায় এবং ব্যাপক ক্ষুধা রোধ করা সম্ভব হয়।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে সংগঠনটি বলেছে, রোহিঙ্গা শিশু ও তরুণদের জন্য স্বীকৃত শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিশ্চিত না হলে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে না। এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য আসিয়ানের প্রতি আহ্বান জানানো হয়। একইসাথে রোহিঙ্গা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য ফিলিপাইন সরকারের উদ্যোগকে স্বাগত জানায় APHR এবং অন্য আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোকে এ ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সবশেষে, সংগঠনটি আসিয়ানভুক্ত সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়, যাতে রোহিঙ্গা সংকটের মানবিক ও রাজনৈতিক দিকগুলো একসাথে মোকাবেলা করা যায়।