ঢাকার সাভার বেদেপাড়া এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ ৬ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি খোকনকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।



পুলিশ সূত্রে জানা গেছে, খোকন দীর্ঘদিন ধরে সাভার ও আশেপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত ছিল। গ্রেফতারের সময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তৎপরতায় দ্রুত ধরা পড়ে।

সাভার মডেল থানার এক কর্মকর্তা জানান, "এ ধরনের অভিযান আমাদের মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। গ্রেফতারকৃত কারবারির সহযোগীদের শনাক্ত করতেও আমরা কাজ করছি।"

পুলিশ আরও জানিয়েছে, বেদেপাড়া এলাকায় মাদক চক্র উচ্ছেদ করতে তারা নিয়মিত অভিযান চালাচ্ছে এবং সবার সহযোগিতা কামনা করছে।