শেরপুরের নকলায় একটি গাভী একসঙ্গে চারটি বাছুর প্রসব করেছে। উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামের কৃষক শফিকুল ইসলাম এ গাভীর মালিক। বিষয়টি জানাজানি হলে এলাকার কৌতূহলী মানুষ রফিকুল ইসলামের বাড়িতে ভিড় জমায়।

 তবে বর্তমানে ৪টি বাচ্চাসহ গাভীটিও সুস্থ আছে বলে জানা গেছে। ওই গাভীর মালিক কৃষক শফিকুল ইসলাম বলেন, ফ্রিজিয়াং ক্রস জাতের একটি গাভী গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে এক সঙ্গে ৪টি বাছুর প্রসব করে।

চারটিই বকনা বাছুর। বর্তমানে ৪টি বাছুরসহ গাভীটিও সুস্থ রয়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ইসহাক আলী জানান, খবর পেয়ে আমরা কৃষক শফিকুল ইসলামের বাড়ি গিয়ে গাভী ও বাছুরগুলো দেখে শারীরিক পরীক্ষা করা হয়েছে। গাভীটি এক সঙ্গে চারটি বাছুর প্রসব করে একটু দুর্বল হয়ে গেছে। তবে এ ব্যাপারে ওই কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।