শেরপুরের নকলায় ১৬ বোতল ফেন্সিডিলসহ মিশুক (৩২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করেছে র্যাব-১৪। গত শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের গণপদ্দী পুকুর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটককৃত মিশুক চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের মহসিনের পুত্র। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
র্যাবের সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা’র সঙ্গীয় ফোর্সসহ র্যাবের একটি আভিযানিক দল নকলা থানাধীন গণপদ্দী পুকুর পাড় সাকিনস্থ জনৈক মোঃ ফিরোজ মিয়া এর ফিরোজ স্টোর নামক দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬ বোতল ফেনসিডিলসহ মিশুককে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। পরে মিশুককে নকলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।