ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুর রব খানের ছেলে শাকিল খানের স্ত্রী শাহেদা বেগম (২০) নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। গত ১২ জানুয়ারি রবিবার সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে।
বিবরনে জানা যায় স্বামীর সাথে কথাকাটাকাটি করে আত্মহত্যা করতে পারে বলে নিহতের ভাই শাহিন জানিয়েছেন।
গত ৮ মাস আগে শাকিল এবং শাহেদা প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পরে উভয়ের পরিবারের মাঝে মিল মিমাংসা হয়, শাহেদা ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল।নিহত শাহেদা একই ইউনিয়নের কুন্জনগরের জলিল কারিকরের মেয়ে।
পরে নগরকান্দা থানায় খবর দিলে এসআই শাহিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে এসে লাশ থানায় নিয়ে যায় ১৩ জানুয়ারি বেলা ১১ টায় ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা জানান, ময়নাতদন্ত রিপোর্টের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকাবাসীর সুশীল সমাজ ঘটনাটি সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছে।