নাটোরে প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ শাখার ছাত্রদলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে এস এম যুবায়ের ও সাধারণ সম্পাদক পদে মীর হাবিব (সাদ্দাম হোসেন) নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. কামরুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে এস এম যুবায়ের ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এজাজ আহমেদ পরাগ পেয়েছেন ৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মীর হাবিব (সাদ্দাম হোসেন) পেয়েছেন ১৯১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা পেয়েছেন ৬৭ ভোট। এই নির্বাচনে দুই পদের জন্য মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম বলেন, "এই নির্বাচন ছাত্রদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হয়েছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ভোট ব্যবস্থাপনা নষ্ট করেছিল। এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পথে এক ধাপ এগিয়েছে ছাত্রদল।"
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ।