নারায়নগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আটক করেছেন সাধারণ জনতা।
বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাও গ্রামের শ্রীবাস চন্দ্র দাসের বাড়ির সামনে রিয়াজকে আটক করেন এলাকাবাসী।
পরে তাকে গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর আলীরগাঁও ইউনিয়নের আলীরগাও পুলিশের চেকপোস্টে একটি আটকানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থেমে দ্রুত যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে গাড়িসহ শুটার রিয়াজকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, হত্যা, খুনসহ প্রায় ২০টি মামলার আসামী নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ। তার বিরুদ্ধে নারায়ানগঞ্জে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালে র্যা ব তাকে আটক করেছিলো । সেসময় তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ৫টি ধারালো দেশীয় অস্ত্র, ১টি মোটর সাইকেল এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়েছিলো।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শুটার রিয়াজের বিরুদ্ধে নারায়ানগঞ্জের বিভিন্ন হত্যাসহ ২২টি মামলা রয়েছে। আটকের পর নারায়ানগঞ্জ থানাপুলিশকে অবগত করা হয়েছে। তারা ফোর্সসহ সিলেট আসছে। পরে তাদেরর হাতে রিয়াজকে তুলে দেওয়া হবে।