নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের শুরু হয় ২০১৯ সালে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজের শুরু হয় ২০১৯ সালে। কিন্ত পতিত সরকারের অন্যান্য মেঘা প্রকল্পের মতোই হরিলুট হয়েছে এই প্রকল্পেও। ফ্রান্সের ঠিকাদারি প্রতিষ্ঠান সুয়েজ ভেউলিয়া দেশীয় আলাদা তিনটি প্রতিষ্ঠানকে সাব কন্ট্রাক্ট কাজ দিয়ে ওয়াসার কয়েকজনের যোগসাজেসে লুটে নিয়ে গেছে সকল টাকা। গত ৭ মাস যাবত বন্ধ হয়ে আছে প্রকল্পের কাজ। বিদেশী ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন দূর্ণীতি আর দেশীয় প্রতিষ্ঠান ও প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন করেছেন কনস্ট্রাকশন শ্রমিক ও কর্মকর্তারা।  মানববন্ধনে শ্রমিক ও দেশীয় প্রতিষ্টান এরিডড বলেন, শতকোটি টাকা এই প্রকল্পে লুটপাট হলেও আমরা আমাদের পাওনা টাকা ও ৮ মাসের শ্রমিকদের বেতন বকেয়া পাইনি। আগামী এক সপ্তাহের মাঝে বকেয়া টাকা পরিশোধ করা না হলে ওয়াসা ভবনের সামনে আমরন অনশনের ঘোষনা দেন তারা।