ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম নিখোঁজ, পরিবার উদ্বিগ্ন
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বাসিন্দা সাইদুল ইসলাম (৪০), যিনি চাকরির সুবাদে মাদারীপুরে অবস্থান করতেন, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছেন। সাইদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। তিনি প্রতিদিনের মতো নিয়মিত অফিস করতেন। তবে ১১ তারিখ থেকে তার পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। বিষয়টি তারা চাকরিস্থল ব্যাংক কতৃপক্ষকেও জানান, কিন্তু তারাও তার কোনো খোঁজ দিতে পারেননি।