গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর।

পরবর্তী সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হবে ২০২৩ সালের ১১ মার্চ। আর ভোটগ্রহণ করতে হবে একই বছরের ১০ সেপ্টেম্বরের মধ্যে।  তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মে মাসেই এই সিটির নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরপর লাগাতার নির্বাচনে ডুবে থাকবে সারা দেশ।কেননা খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটিগুলোর নির্বাচন করতে হবে গাজীপুরের পরপরই।

এরপর আসবে জাতীয় সংসদ নির্বাচন। তাই ব্যস্ততম বছর হিসেবেই এ বছরটি পার করবে নির্বাচন কমিশন। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের  বিভিন্ন ওয়ার্ড জুরে নতুন নতুন প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পুরাতন প্রার্থীদের পাশাপাশি নতুন প্রার্থীদের ব্যানার-ফেস্টুন।প্রার্থীরা বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছে।তারা সরব সামাজিক যোগাযোগ মাধ্যমেও।