নীলফামারী-ডোমার আঞ্চলিক সড়কের হরতকিতলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ডোমার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারুফা বেগম (৪৫)। বুধবার (২৭ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক ওমর ফারুক স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে ডোমারের উদ্দেশ্যে ফিরছিলেন। পথে হরতকিতলায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারুফা বেগম মারা যান। গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন।

হঠাৎ এ মৃত্যুতে স্তম্ভিত হয়ে পড়েন ওমর ফারুক। কিছুক্ষণ আগেই যে প্রিয়তমা স্ত্রীকে সঙ্গে নিয়ে পথ চলছিলেন, চোখের নিমিষেই তাকে হারাতে হলো। এ ঘটনায় পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মারুফা বেগম দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি ওমর ফারুক ডিমলার মুগ্ধ অটো হোন্ডা শোরুমের মালিক হিসেবেও সুপরিচিত। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনা তাকে ভীষণভাবে ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।