নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে ইউনুছ আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের মহিষাশুরা হাওর পারে এ দুর্ঘটনা ঘটে।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইউনুছ আলী বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামের মৃত তাজউদ্দীনের ছেলে।
তিনি পেশায় একজন কৃষক। সকালে ফজরের নামাজের পর গয়পুর গ্রামের পিছনে মহিষাশুরা হাওরে ফসলি মাঠে নিজের ধানক্ষেত দেখতে যান। হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোঃ শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।