শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় নোয়াখালী বেগমগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যাপিট গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব (অবসরপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান চৌধুরী স্বপন, সরকারের সাবেক সচিবের উপস্থিতিতে বিদ্যালয়ের সভাপতি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

স্কুলের শিক্ষার্থীরা নেচে গেয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

উপস্থিত অতিথিরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে পরিবেশটা আনন্দঘন করে তোলেন ।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও বেগমগঞ্জ জালাল উদ্দিন কলেজের এডহক কমিটির সভাপতি মনজুরুল আজিম সুমন।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিডি) জিনাত রেহানা। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম। চৌমুহনী পৌরসভা নির্বাহী অফিসার জাকির হোসেন। গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজাম উদ্দিন রুবেল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের সার্বিক নির্দেশনায়

মশাল প্রজ্বলন করেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি রকিব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ