আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে হেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ৭ জন পুরুষকে আটক করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এদিকে পঞ্চগড় সদরের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে নারী-পুরুষ সহ আরো ১০ জনকে আটক করে নীলফামী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
জানা গেছে, বুধবার (৩০ জুলাই) দিনগত গভীর রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সুকানি বিওপির সীমান্ত এলাকা দিয়ে ৭জন পুরুষকে পুশইন করে বিএসএফ। এর পর তারা ভজনপুরে অবস্থান করলে স্থানীয়দের সহায়তায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এদিকে পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে পুশইন করা একজন পুরুষ ও নয় জন নারী সহ ১০ জনকে আটক করে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটকের পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে বিএসএফ পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।
আটককৃতরা বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিজিবি ও পুলিশ বলছে তাদের পরিচয় নিশ্চিত করা সহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হচ্ছে।