১৫ জুলাই মঙ্গলবার সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে বৈদ্যুতিক লাইনের কাজের রেট বৃদ্ধির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বিআরইড (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড) চেয়ারম্যান সহ সংলিস্ট সকল উদ্যতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, ২০১৩ সালের বেঁধে দেওয়া রেট এখনো বাস্তবায়ন হচ্ছে। যা জামালপুরের মত বন্যাকবলিত এলাকায় মিনি ঠিকাদাররা লসের সম্মুখীন হচ্ছে। বর্তমানে একজন শ্রমিকের বেতন ৫০০ টাকা বা বেশি হলেও কয়েক বছর আগের বেঁধে দেওয়া ২০০ টাকা রেটে এখনো আমরা লাইনের কাজ করে যাচ্ছি। তারা বলেন, প্রতিটি ঠিকাদার আজ ঋণের কবলে পড়েছে। তাই অনতিবিলম্বে মিনি ঠিকাদারদের সকল কাজের বিল বৃদ্ধি করার দাবী করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক বায়জিদ উল্লা, জামালপুর পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি সভাপতি মাহবুবুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, , যুগ্ন সাধারন সম্পাদক মাহামুদুল হাসান মানিক, মিজানুর রহমান মুক্তি, ঠিকাদার আক্তার হোসেন, আহসানুল হক তুহিন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন সিমুলসহ অনেকে।