মিজানুর রহমান দাবি করেছেন, ২০১২ সালের ১৪ এপ্রিল মাসে তিনি পাইকগাছা আলিম মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ পান৷ এরপর । দীর্ঘ ১২ বছর ধরে বিনা পারিশ্রমিকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও তাকে এখন পর্যন্ত কোনো বেতন ভাতা দেওয়া হয়নি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি একদিন বা এক মাস না, ১২ বছর ধরে কাজ করছি। অথচ আমাকে এক টাকাও বেতন দেওয়া হয়নি। চাকুরী পেতে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমি চাকুরী ও বেতন না পেয়ে পথে পথে ঘুরছি, অধ্যক্ষ সাহেব আমার পদে অন্য একজনকে নিয়োগ দিতে চাইছেন।” আমাকে মাদ্রাসায় আসতে নিষেধ করেছেন।
মিজানুরের দাবি, ২১ আগস্ট ২০২৫ তারিখে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আজহার আলী পূর্ব পরিকল্পিতভাবে তার কাজের স্বীকৃতি না দিয়ে নতুন একজনকে নিয়োগ অবৈধ এবং অন্য একজনকে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করেছেন। তার অভিযোগ , চাকরির সঙ্গে সম্পর্কিত কাগজপত্রগুলো পর্যন্ত তার কাছ থেকে নিয়ে আটকে রেখেছেন অধ্যক্ষ।
অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ফলে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। মিজানুরের দাবী বিষয়টি অবিলম্বে তদন্ত করে তার নিয়োগ ও বেতন ভাতা নিশ্চিত করা হক।