পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন অগ্রগতি, সম্ভাবনা ও বর্তমান কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা আজ বুধবার সকাল ১১টায় পায়রা পোর্ট ফার্স্ট টার্মিনাল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
সভায় তিনি জানান, আগামী ২০২৬ সালের ১ জুলাই থেকে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনাল পুরোপুরি ও পুরোদমে চালু হবে। এ লক্ষ্যে টার্মিনালটি প্রস্তুত করার কাজ প্রায় সম্পন্ন। বন্দরের প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডলিং সুবিধাদি নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, নানা সীমাবদ্ধতার মাঝেও পায়রা বন্দর ইতিমধ্যে ৫২৯টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬টি দেশীয় লাইটারেজ নিরাপদে পরিচালনা করেছে, যা থেকে সরকার ২০৭৯ কোটি টাকা রাজস্ব অর্জন করেছে।
চেয়ারম্যান বলেন, বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে দক্ষিণাঞ্চলের তুলনামূলক অনগ্রসর এলাকাগুলোতে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে এক অভূতপূর্ব গতি আসবে। ইতোমধ্যে শিল্প বিনিয়োগ শুরু হয়েছে এবং আরও বড় পরিসরে বিনিয়োগ আসার অপেক্ষায় রয়েছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন সড়কের নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া ফার্স্ট টার্মিনাল থেকে ৬ কিলোমিটার দীর্ঘ ছয় লেন সড়ক এবং ১.২ কিলোমিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ আগামী মার্চে শেষ হবে। ফলে সরাসরি সড়কপথে পণ্য পরিবহন সহজ হবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বন্দর সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ এজেন্টস সভাপতি মিজানুর রহমান
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মামুনুর রশীদ
ল্যান্ড ও সমুদ্রবন্দর পরিচালক সুমন হাওলাদার
বিজিএমইএ কো-চেয়ারম্যান মিজানুর রহমান
পটুয়াখালী চেম্বার সভাপতি কামাল হোসেন
কলাপাড়া প্রেসক্লাব আহ্বায়ক হুমায়ুন কবির
কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল মুকিম তালুকদার
পটুয়াখালী প্রেসক্লাব আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।
সভায় জানানো হয়, ফার্স্ট টার্মিনালে রয়েছে:
৬৫০ মিটার দীর্ঘ আধুনিক জেটি
৩.২৫ লক্ষ বর্গমিটার ব্যাকআপ ইয়ার্ড
১০ হাজার বর্গমিটার সিএফএস সুবিধা
৭৫ কিলোমিটার দীর্ঘ ও ৩২ মিটার প্রশস্ত চ্যানেল
৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষম প্যানামেক্স জাহাজ পরিবহনের সুযোগ
ট্রান্সশিপমেন্ট সুবিধায় একই সাথে ১০–১৫টি বাণিজ্যিক জাহাজ
ঝামেলাবিহীন ও দ্রুততম সিঙ্গেল পয়েন্ট সার্ভিস সুবিধা
গাড়ি আমদানির জন্য আধুনিক কার শেড ও সাশ্রয়ী ট্যারিফ রেট
সভায় পরিবেশ সংরক্ষণে টেকসই পদক্ষেপ গ্রহণ এবং মৎস্যসম্পদ রক্ষার দিকেও গুরুত্ব আরোপ করা হয়।
‘এগিয়ে চলো বাংলাদেশ, দেখো আগামীর পায়রা সমুদ্র বন্দর’— এই স্লোগানে সাজানো ছিল পুরো টার্মিনাল ভবন এলাকা। লালুয়ার রাবনাবাদ চরে সভাকে কেন্দ্র করে সৃষ্টি হয় কোলাহল মুখর পরিবেশ।