রংপুরের আওয়ামীলীগ নেত্রী লিপি ভরসাকে আটক করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন দায়েরকৃত একটি হত্যা প্রচেষ্টা মামলায় পুলিশের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য করার অভিযোগ নিয়ে সামনে আসা এই আওয়ামীলীগ নেত্রীকে গতকাল ১৬ মার্চ সকাল ১১ টায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্ৰেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃত লিপি ভরসা রংপুরের ধর্নাঢ্য ভরসা পরিবারের পুত্রবধূ এবং এসএল ভরসা গ্রুপের চেয়ারম্যান ও সেরা করদাতা ছিলেন।গত বছর দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলন দমনে অর্থ যোগানদাতা হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম কিনেছিলেন এবং রংপুরের সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন। ১৯ জুলাই রংপুরের গ্রান্ড হোটেল মোড় থেকে একটি মিছিল বের হয়ে নগরীর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থান নেন। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ও পুলিশ যৌথভাবে আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ ও হামলা চালায়। এই হামলায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ নামে একজন ১৩/১০/২০২৪ তারিখে মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলার ১৮৯ নম্বর এজাহার ভূক্ত আসামি লিপি ভরসা। এর আগে ১১ই মার্চ তার ম্যানেজার পলাশ হাসানকে তার কাছ থেকে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এক পুলিশের উপ- কমিশনার সিবলী কায়সার এবং মধ্যস্হতাকারী ব্যবসায়ী অমিত বণিকের বিরুদ্ধে মামলা করার জন্য কোতোয়ালি থানায় পাঠান। সেখানে মামলার বাদি পলাশ হাসানকে পুলিশের উপ-পুলিশ কমিশনার সিবলি কায়সার থানার ভিতরেই বেধড়ক পেটান এবং একজন পুলিশ কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি করতে উদ্যত হন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে ঢাকায় সংযুক্ত করা হয়। তাকে ঢাকায় সংযুক্ত করার একদিন পর অভিযুক্ত লিপির ভরসাকে গ্রেফতার করল পুলিশ। এর আগেই এই ঘটনায় ব্যবসায়ী অমিত বণিককে আটক করা হয়। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আটক লিপি ভরসাকে রংপূরে এনে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছেন।