এই বিষয়ে হিজলা থানা অফিসার্স ইনচার্জ জুবাইর এর কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

বরিশাল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়ন এ পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ জান্নাত।পিতার সম্পূর্ন সম্পত্তি দখলে নিয়েছেন আপন চাচা মাহাবুব চৌধুরী ও শাহজাহান চৌধুরীর পরিবার। বাড়ি থেকে উৎখাত করে ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে চাচাতো ভাই নাইম, আরিফ ও চাচা মাহবুব। প্রতিকার চেয়ে জান্নাত এখন হিজলা থানার দারস্ত । ভুক্ত ভুগী জান্নাত জানান, তার পিতা জাহাঙ্গীর চৌধুরীর মৃত্যুর পর থেকে তার মাকে সহ ঐ বাড়ি থেকে উৎখাত করে মাহাবুব চৌধুরী, তার ভাই শাহজাহান চৌধুরীর স্ত্রী ও তাদের সন্তান নাইম, আরিফ। এ বিষয় প্রতিকার চেয়ে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করে জান্নাত।

৬ আগষ্ট হিজলা থানায় একটি বৈঠক বসলে নরে চরে বসে পুলিশ প্রশাসন। অবশেষে পুলিশের সহায়তায় ঘরে ঢুকে জান্নাত। তরে সম্পত্তি বুঝিয়ে দিতে  কালক্ষেপন করছেন অভিযুক্তরা। জান্নাতের অভিযোগ, বাড়িতে ঢুকতে গেলে চাচা মাহবুব, চাচি ও চাচাতো ভাই নাইম, আরিফ সহ একাধিক ব্যাক্তি তাকে উপর্যুপুরি মারধর করে। স্থানীয়দের সহায়তায় মুক্ত হন জান্নাত। বাড়িতে ফলগাছ রোপন করতে গেলে রোপিত গাছগুলো তুলে ফেলেন তারা। বাড়ির আঙ্গিনায় একটি টিউবওয়েল থাকলে সে কলের পানি ব্যবহার করতে দিচ্ছেন না তারা। বসত ঘরের দরজার সামনে মানুষের মল মুত্র ছড়িয়ে দেয়। এমন অমানবিক অত্যাচার করে ক্ষান্ত হননি তারা।

এরপর তাকে সমাজে বাজে ভাবে উপস্থান করতে ক্ষান্ত হননি চাচা ও চাচার পরিবার। তবে মাহবুব চৌধুরী জানান, বিষয়টি এমন নয়। তার মানসিক সমস্যা রয়েছে। এ ছাড়া তার একাধিক বিয়ে হয়েছে। ভাগের চেয়েও বেশি সম্পত্তি দাবি করছে, তা নিয়েই বিরোধ। জান্নাতের স্বামী বেল্লাল জানান, মাহাবুব চৌধুরী, পুত্র নাইম চৌধুরী, ভাতিজা আরিফ চৌধুরী তাদের বাড়ি থাকতে দিচ্ছে না। থানায় সহায়তায় প্রাথমিক ভাবে ঘরে উঠছেন। চাষাবাদের এবং বাগান বাড়ির সম্পত্তি সম্পর্ন তাদের দখলে। এ এস আই বশির জানান, বিষয়টির একটি সমাধানের দিকে যাচ্ছে। প্রয়োজনে আইনী ব্যবস্থা।এই বিষয়ে হিজলা থানা অফিসার্স ইনচার্জ জুবাইর এর  কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে