গ্রেপ্তার হওয়ার ৩ মাস ২১ দিন পর জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। শুক্রবার রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল ২৩ তারিখ রাতে মুক্তি পান এই নেতা।
শরীফুল আলমের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে ঢাকার বিভিন্ন আদালতে ৩১টি মামলায় নিয়মিত হাজিরা দেন।সব গুলো মামলায় আইনি সহায়তা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন খান