ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিএনপির ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, ভাঙ্গা পৌরসভা থেকে হেলিপ্যাড মোড় পর্যন্ত বিশাল মিছিল এর মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত হয় হাজার হাজার নেতৃবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন ( সেলিম) সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন্সি হাবিবুর রহমান হাবিব, জনাব এম এ ওয়াদুদ, জনাব আইয়ুব আলী মোল্লা। জনাব মির্জা আমিনুল ইসলাম তিতুর সঞ্চালনায় এবং জনাব মফিজুল ইসলাম মাহফুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রধান অতিথি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন - আওয়ামী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে নির্যাতিত হয়েছে ছাত্রদলের কর্মীরা, আওয়ামী সরকার চাঁদাবাজি অস্ত্র মামলা বিস্ফোরক মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, যুবদল কর্মীদের, জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের বিদায় হয়েছে, আমরা ছাত্রদের এই অবদান কখনো ভুলতে পারবো না, ছাত্ররাই দেশকে নিয়ে যাবে উন্নতির শিখরে।