ফরিদপুরে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে আজ রবিবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক সংস্কারসহ চার লেনে সম্প্রসারণের দাবিতে সাধারণ জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি মাহমুদুল হাসান ওয়ালিদ এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে ফরিদপুর শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপি'র আহ্বায়ক এ এফ এম কাইয়ুম , সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, জামাতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক আব্দুর তাওয়াব, জেলা আমির বদরউদ্দিন আহমেদ, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ সামাদ,
বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারিয়ান ইউসুফ , বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের কর্মকর্তা দীন মোহাম্মদ দিনূ, সমাজকল্যাণ ফন্টের আহ্বায়ক হায়দার মোল্লা, ভিপি গিয়াস, আবরার নাঈম ইতু, ইমদাদুল হক খান, দিদারুল ইসলাম শাহ, মোঃ আরাফাত , যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমিন কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,
যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন মিঠু,
গণ অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর আহ্বায়ক নিতাই রায়, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, কনজ্যুমার ভয়েস এর সাধারণ সম্পাদক রুমন চৌধুরী
২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন তনু, প্রমূখ।
এ সময় তারা ভাঙ্গা-ফরিদপুর মহা সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। তারা বলেন এই রাস্তায় বর্তমানে চলাফেরা করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এটি মহাসড়ক দেখে বোঝার কোন উপায় নেই, কারণ পুকুর এবং খালে পরিণত হয়েছে। যে কারণে প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা পাশাপাশি বড় দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ঘটছে । রোগীদের যাতায়াতের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন ও প্রাণ ঝুঁকির কবলে পড়েছেন প্রতিনিয়ত । এবং সব ধরনের যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে এই সড়ক এখন চলাচলের জন্য নিরাপদ নয় । এই মহাসড়ক
টি এখন আর শুধু সংস্কার করলেই হবে না। অবশ্যই একে চার লেনে রূপান্তরিত করতে হবে। এটা সর্বস্তরের জনগণের দাবি এখানে কোন আপস চলবে না ,অবিলম্বে এ রাস্তার কাজ শুরু করা না হলে আগামী ২৩ শে জুলাই ফরিদপুরের সর্বস্তরের জনগণকে নিয়ে মহাসড়ক অবরোধ করা হবে। এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ফরিদপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।