ফরিদপুরের ভাঙ্গায়  গনঅধিকার পরিষদের  উদ্যোগে ৩৬ জুলাই গনঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন কে সামনে রেখে,  ফরিদপুর-৪ আসনে নির্বাচনী প্রচার- প্রচারনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
   রোববার বিকেলে ভাঙ্গা  উপজেলা গন অধিকার পরিষদ কার্যালয়ে, আয়োজিত এ সভায়  বি়ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আতিকুল্লাহ হেলালের সঞ্চালনায় সাবেক উপজেলা আহবায়ক মোঃ আনিসুর রহমানের  সভাপতিত্বে   সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের   ফরিদপুর জেলা সভাপতি মোঃ ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ শেখ, উপ দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব। 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন গণধিকার পরিষদ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ন্যায় নিষ্ঠার সাথে ব্যাপক ভূমিকা রাখবে। তাই গণ অধিকার পরিষদ কে শক্তিশালী করার জন্য নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের জনগণের পাশে গিয়ে গণ গণধিকার পরিষদের আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখার  স্বপ্ন তুলে ধরার আহ্বান জানান। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলার সভাপতি ফরহাদ  হোসেন বলেন ন্যায় সঙ্গত লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গনঅধিকার পরিষদের জন্ম হয়েছে।  কোন অধিকার পরিষদ কখনো অন্যায় করে না কোন অন্যায় মাথা পেতে মেনে ও নেয় না।  তিনি জেলার সকল নেতাকর্মীদের  দলের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

   অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের রাজবাড়ী জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব বসির আহমেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাহাত মাতুব্বর, সাধারণ সম্পাদক সোহানুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক জয় মন্ডল সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।