বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “পিআর পদ্ধতি মানুষকে বোকা বানানোর একটি ফাঁদ। এটি বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। পিআর পদ্ধতির নামে আজ কিছু ধর্ম ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, “পিআর পদ্ধতি এই উপমহাদেশের কোথাও নেই। ভারতকে বলা হয় গণতন্ত্রের আতুরঘর, কিন্তু সে দেশেও কেউ পিআর পদ্ধতি চেনে না। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের নামে যারা ভোট পেছাতে বা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা একটি গভীর ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি আরও বলেন, “বাড়ি বাড়ি গিয়ে সরলমনা মা-বোনদের ধর্মের নামে প্রলোভন দেখিয়ে যারা ভোট চায়, তাদের বিরুদ্ধেও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বলা হচ্ছে, জামায়াত করলে বেহেশতে যাওয়া যাবে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিপজ্জনক।”
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কুমিল্লা নগরের টাউনহল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন-চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব,কেন্দ্রীয় বিএনপির সদস্য এড সাবেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক এর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিউল আলম রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপিনেতা হাজী জসিম উদ্দিন,সাবেক জেলা সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন,জেলা বিএনপিনেতা মোস্তফা জামান ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী,নারীনেত্রী সাকিনা বেগম,বিএনপিনেতা মাহাবুব চৌধুরীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।