সংবাদ সম্মেলনের শুরুতেই জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহত ও অসুস্থ ভাইদের সুস্থ্যতা কামনা করে আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষনাকে স্বাগত জানান। তবে নির্বাচনের আগে তারা সংস্কার, বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী জানান। পাশাপাশি সম্প্রতি প্রকাশিত জুলাই ঘোষনাপত্রে সংশোধন করতে করে ফ্যাসিবাদী আওয়ামীলীগ শাসনামলে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী দেশী-বিদেশী ষড়যন্ত্রে পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করার অপচেষ্টা চালানো, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেম ওলেমা ও ছাত্র-জনতাকে রাতের অন্ধকারে গুলি করে হত্যা করা, ২০১৮ সালে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক দমন-নিপীড়ন চালানো, ২০২১ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর প্রাক্কালে সংঘটিত বিক্ষোতে ভারতীয় তাবেদার সরকার গুলি চালিয়ে ২১ জন নিরীহ মানুষকে হত্যা ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষনাপত্রে উল্লেখ করার জোড় দাবী জানান। তারা বলেন এসব গুরুত্বপূর্ণ ত্যাগ-তিতিক্ষার কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা অতীব জরুরী। উপরোক্ত সংশোধনীগুলো জুলাই ঘোষণাপত্রে না থাকলে তা হবে অপূর্ণাঙ্গ, অভ্যুত্থানের চেতনা পরিপন্থি ও জাতির জন্য হতাশাজনক। হাজারো জল্পনা কল্পনার পরে ফেব্রুয়ারী' ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট মাস পুরনায় ব্যক্ত করায় অন্তবর্তীকালীন সরকার প্রধানকে খেলাফত মজলিসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে তারা 1। বিগত ১৭ বছরের সকল প্রকার নির্যাতন খুন গুমের সুষ্ঠ বিচার ২। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার ৩। প্রশাসনিক সকল কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা গ্রহণ ৪। অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার পেশীশক্তি নিয়ন্ত্রণ এবং সকল ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার দাবী জানিয়ে খেলাফত মজলিস বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক । বরিশাল জেলার সংসদীয় আসন বরিশাল-1 অধ্যাপক মোঃ সাইদুর রহমান শাহীন, বরিশাল-2 মোঃ মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল-3 অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল-৪ অধ্যাপক রুহুল আমীন কামাল, বরিশাল-5 অধ্যাপক এ.কে.এম. মাহবুব আলম ও বরিশাল-6 অধ্যাপক মোশারেফ হোসেন খান । এছাড়া বিভাগের অন্যান্য আসনগুলোতে খেলাফত মজলিসের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ১. এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ২. মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক: ১. অধ্যাপক ড. আহমদ আসলাম ২. মাস্টার আবদুল মজিদ ৩. অধ্যাপক একেএম মাহবুব আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক: আমিনুর রহমান ফিরোজসহ বরিশাল বিভাগের সকল জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ।