বরিশাল বিশ্ববিদ্যালয়  রসায়ন  বিভাগ স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৫-২৬ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন  নাজমুস সাকিব  । নবনির্বাচিত এই কার্যনির্বাহী কমিটি মোট ১৬ সদস্য বিশিষ্ট।

গত  ৩০ জুলাই  রসায়ন বিভাগের ছাত্র সংসদ  নির্বাচন অত‍্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের  মাধ্যমে অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটি ২০২৪  এর ভিপি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব  নির্বাচিত হন 

এছাড়াও উক্ত নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ আল জাবির হাসান ; কোষাধ্যক্ষ,ড. মাহমুদুল হাসান সোহাগ ;সাংগঠনিক সম্পাদক, আরমান জাওয়াদ আবীর ; শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক,সুজয় মন্ডল ;ক্রীড়া সম্পাদক,শিপন সরকার ; প্রচার ও দপ্তর সম্পাদক,  মোঃ মুরতাহা ইয়াফি ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ মোস্তফা রহমান ; ছাত্রী বিষয়ক সম্পাদক,মিশকাত জান্নাত আনিকা ; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,মোঃ আবু বকর সিদ্দিক 
কার্যনির্বাহী সদস্য-১,জুবায়ের আহমেদ
কার্যনির্বাহী সদস্য-২,নুর হোসেন মহৎ
কার্যনির্বাহী সদস্য-৩,সানজিদা আক্তার
কার্যনির্বাহী সদস্য-৪,মোঃ ইব্রাহিম খলিল

নবনির্বাচিত ভিপি রবিউল ইসলাম জানান, রসায়ন সমিতির প্রথম সহ-সভাপতি হিসেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।রসায়ন সমিতি একটি অসম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, সেবা ও গবেষণাধর্মী সংগঠন ।
‌রসায়ন সমিতি হচ্ছে প্রভাবক বা মাধ্যম ,যার উদ্দেশ্য হলো শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে বিভাগকে আরো উন্নতি করে তোলা।
শিক্ষকদের সাথে বিভিন্ন কাজ ভাগ করে নেওয়া।
শিক্ষক ও‌ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন‌‌ করা , জনকল্যাণমূলক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা শিক্ষকদের সাথে সমন্বয় করে পূরণ করা।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক জানান, 
বরিশাল বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতির নবগঠিত কমিটির পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই সমিতি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণামূলক কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে কাজ করবে। আমাদের লক্ষ্য হবে গবেষণাধর্মী শিক্ষার পরিসরকে আরও প্রসারিত করা এবং সমিতিকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সক্রিয় ও অনুকরণীয় সংগঠনে রূপ দেওয়া। আমি বিশ্বাস করি, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আমরা সম্মিলিতভাবে রসায়ন সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।