৫ই আগষ্টের পর থেকে গণতান্ত্রিক বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে চলছে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি এবং সাংগঠনিক তৎপরতা।
এরই ধারাবাহিকতায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামির উদ্যোগে এক জামায়াত শিবিরের সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন মো: গোলাম মোস্তফা (অব: সর:প্রা:প্রধান শিক্ষক) ইউনিয়ন ছাত্র শিবিরের আমির মো: ইয়াসিন আরাফাত,জেলা জামায়াতে ইসলামী শুরা সদস্য মাওলানা মো: মাহাবুব হোসেন ও আরও অন্যান্য প্রমুখ।
দলের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি, সংগঠন আরও গতিশীল ও জনকল্যাণমুখী বিভিন্ন কাজের কথা নিয়ে আলোচনা হয়।